মালদা

ছয় পরীক্ষার্থীর মার্কসিট নিয়ে বিভ্রান্তি, মালদা শহরের রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দিরে

ছয় পরীক্ষার্থীর মার্কসিট নিয়ে বিভ্রান্তি ছড়াল মালদা শহরের রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দিরে। মার্কসিটের প্যাকেট খুলতে দেখা যায় ছয়টি মার্কসিট কম রয়েছে। এরপর বিষয়টি উচ্চ শিক্ষাদফতরকে জানায় রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দিরের মহারাজ ত্যাগরূপানন্দ জী। 

এদিকে মার্কসিট না পেয়ে বেশ হতাশায় দেখতে পাওয়া যায় ছয় পরীক্ষার্থীর মুখে। এই ঘটনায় ছয় জনের মধ্যে একজন অর্ক মিশ্র নামে এক ছাত্র জানায়, এদিন সে রেজাল্ট নিতে আসে। কিন্তু দেখা যায় তাদের রেজাল্ট নেই। ওয়েবসাইটে দেখি সেখানে কন্ট্যাক্ট টু স্কুল বলা হয়েছে। তারা স্কুলে আসলে সেখানেও তাদের রেজাল্ট নেই। ফলে তারা সমস্যায় পড়েছেন।

এই বিষয়ে মহারাজ ত্যাগরূপানন্দ জানান, এই বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় মোট পরীক্ষা দিয়েছে ৮৫ জন পরীক্ষার্থী। এর মধ্যে এদিন  মার্কসিটের প্যাকেট খুলতেই যখন মেলানো হয় দেখা যায় ছয়জন ছাত্রে মার্কসিট নেই। তরিঘরি বিদ্যালয় কর্তৃপক্ষ উচ্চশিক্ষকা দপ্তরকে মেইল মারফত জানান হয়। তাদের পক্ষ থেকে জানানো হয় সোমবার তাদেরকে এই রেজাল্ট দিয়ে দেওয়া হবে।